1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১১ পূর্বাহ্ন

সাভারে বাসে আগুন, আটক ২

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাভারের হেমায়েতপুরে পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে হেমায়েতপুরের মধুমতী মডেল টাউন এলাকায় রিমি পরিহনের একটি যাত্রীবাহী বাসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আটকরা হলেন- আব্দুল আলীম ও সোহেল। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তারা বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত বলে নিশ্চিত করেছে পুলিশ। তাদের অগ্নিসংযোগের স্থান থেকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, সকালে মধুমতি হেমায়েতপুরের মডেল টাউন এলাকায় একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় বিএনপির লোকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে খুঁজছে পুলিশ।

সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আমরা স্পট থেকে দুইজনকে আটক করেছি। গাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট