1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
বুধবার, ১৯ জুন ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন

শুটিং সেটে সাপের কামড়ে আহত ওমর সানী

বিনোদন রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বান্দরবনের পাহাড়ি এলাকায় শুটিং চলাকালীন সাপের কামড়ে আহত হয়েছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। রোববার দুপুরে ‘ডেড বডি’ নামের একটি সিনেমার শুটিং সেটে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন এই সিনেমার পরিচালক এমডি ইকবাল। তিনি বলেন, ‘আজ দুপুর ১২টায় আমরা পাহাড়ে শুটিং করছিলাম। শুটিং চলাকালীন হঠাৎ করে সবুজ রঙের একটি সাপ কামড় দেয় ওমর সানীকে। পরে ঘটনাস্থলে তাতক্ষনিক প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকের কাছে নেওয়া হয়।’ তিনি জানান, বর্তমানে সুস্থ আছেন ওমর সানী। বিশ্রাম নিয়ে শুটিং শুরু করেছেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনা পরবর্তী একটি ভিডিও ছড়িয়েছে। যেখানে পায়ে কাপড় বেঁধে রাখা অবস্থায় বসে থাকতে দেখা গেছে ওমর সানীকে।

প্রসঙ্গত, ওমর সানী ছাড়া ‘ডেড বডি’ সিনেমায় আরও অভিনয় করছেন শ্যামল মাওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহান প্রমুখ।

ঢাকায় প্রথম লটের শুটিং শেষে গত সপ্তাহে বান্দরবনে শুটিং শুরু হয়েছে ‘ডেড বডি’র।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট