1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
হারিয়ে যাওয়া আইনের শাসন গড়ে তুলতে হবে : তারেক রহমান বিজয় দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, পূর্বাভাসে শীত নিয়ে নতুন বার্তা ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ সাড়ে তিন ঘণ্টা পর সচল ঘন কুয়াশায় মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত ছাড়াল ৪৪ হাজার ৮০০ ভোটাধিকার বঞ্চিত দেড় কোটি প্রবাসী, কার্যকর উপায় খুঁজছে সংস্কার কমিশন ভারতে পুলিশি পাহারায় ভাঙা হলো ১৮০ বছর পুরোনো মসজিদের একাংশ আগরতলা অভিমুখে লংমার্চে অংশ নিতে নয়াপল্টনে নেতাকর্মীরা ডিজিটাল মিডিয়ার যুগে ছাপা সংবাদপত্র রুগ্ণ শিল্প

রাজশাহীতে হোটেলের দরজার ছিদ্র দিয়ে দম্পত্তির গোপন ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলঃ আটক ২

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

আবাসিক হোটেলের বিভিন্ন দরজায় আগে থেকেই কৌশলেই ছিদ্র করে রাখা হতো। এরপর ওই কক্ষে কোনো জুটি বা দম্পতি রাতযাপন করলেই গোপনে তাদের ভিডিও ধারণ করা হতো।

পরে সেই ভিডিও দেখিয়ে মোটা অংকের টাকার দাবিতে করা হতো ব্ল্যাকমেইল। এমনই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহীর রাজপাড়া থানা পুলিশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ব্ল্যাকমেইলের পর মহানগরীর লক্ষ্মীপুর এলাকার ‘পপুলার-২’ নামের ওই আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ। পরে এমন ঘটনা প্রকাশ্যে আসে।

গ্রেফতার দুজন হলেন- ওই হোটেল ব্যবস্থাপক শরীফুল ইসলাম (২৮) এবং একটি ওষুধ কোম্পানির কর্মকর্তা আবদুল নূর (২১)। শরীফুলের বাড়ি নওগাঁর পোরশায় এবং নূরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। তাদেরসহ মোট পাঁচজনের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী ওই ছাত্র গত সোমবার (৩০ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে রাজশাহীর রাজপাড়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। এ মামলায় ওই দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (৩১ জানুয়ারি) কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

মামলার বরাত দিয়ে রাজশাহীর রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) কাজল কুমার নন্দী বলেন, আবাসিক হোটেলের ওই ভবনটির চতুর্থ তলাতেই মালিকের বাসা। পঞ্চম তলায় মেস। আর প্রথম থেকে তিনতলা পর্যন্ত আবাসিক হোটেল। সেখানে ওষুধ কোম্পানির কর্মকর্তা আবদুল নূর থাকেন। সেই সূত্রে ওই হোটেলের ব্যবস্থাপকের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তার স্ত্রী হোটেলের তৃতীয় তলার একটি কক্ষে উঠেছিলেন। ওই কক্ষের দরজায় এমনভাবে ছিদ্র করা রয়েছে যে সেখানে ক্যামেরা ধরলে বিছানার দৃশ্য আসে।

দূর-দূরান্ত থেকে প্রতিদিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল অথবা লক্ষ্মীপুর এলাকায় থাকা বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মানুষজন আসেন। চিকিৎসা শেষে পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পেতে তাদের অনেক সময়ই রাত হয়ে যায়। আর বেশির ভাগ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক এই লক্ষ্মীপুর এলাকাতে হওয়ায় এসব রোগী ও তাদের স্বজনেরা সেখানকার বিভিন্ন আবাসিক হোটেলে রাতযাপন করেন। এ সুযোগে হোটেল পপুলার-২-এ এমন ব্লাকমেইলের ঘটনাগুলো ঘটছিল।

গত রোববার (২৯ জানুয়ারি) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী তার স্ত্রীকে ডাক্তার দেখিয়ে নিয়ে ওই হোটেলে ওঠেন। তার স্ত্রী চিকিৎসার জন্য গ্রাম থেকে রাজশাহীতে এসেছিলেন। রাতে হোটেল পপুলার-২-এ ওঠার ঘণ্টা দুয়েক পর তাদেরকে বাইরে আসতে বলা হয়। তারা বাইরে না এলে হোটেলের দরজায় ধাক্কাধাক্কি করতে থাকেন হোটেলের ব্যবস্থাপক ও তার সহযোগীরা। তাদের চাপের মুখে পরে ওই শিক্ষার্থী ও তার স্ত্রী দরজা খুলে দেন। এ সময় তাদের কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। আর এই টাকা না দিলে গোপনে ধারণ করা তাদের ভিডিও ইন্টানেটে ছেড়ে দেওয়া হবে বলে হুমকি দেন তারা।

এ সময় ওই শিক্ষার্থী ও তার স্ত্রী তাদের সঙ্গে জোরাজোরি করে কোনোভাবে ওই হোটেল থেকে বের হয়ে আসেন। পরে রাজশাহী স্টেশনে গিয়ে বাকি রাত কাটান। পরের দিন সকালে স্ত্রীকে বাড়ির উদ্দেশে ট্রেনে তুলে দিয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরে যান ওই ছাত্র। এরপর দুপুর থেকে ওই শিক্ষার্থীকে হোটেলের কর্মচারীরা ফোন করতে থাকেন। তাদের কাছে অনেক ভিডিও রয়েছে দাবি করে দেখা করতে বলেন। ওই শিক্ষার্থী বিষয়টি তার বিভাগের এক বড় ভাইকে জানান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতাকে জানালে রাজপাড়া থানা ছাত্রলীগকে বিষয়টি জানানো হয়। তাদের সহযোগিতায় স্থানীয় লোকজন ওই হোটেলে গিয়ে আবদুল নূরকে আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে তার মোবাইল ফোন জব্দ করে ওই ভিডিওগুলো পান। হোটেলের তিনজন মালিকের মধ্যে একজনের নাম শাহীনুল হক। বর্তমানে এই ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
সূত্র :বাংলা নিউজ

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট