1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফর, নেতাকর্মীদের জন্য ৮ ট্রেন

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

আগামী শনিবার (১১ মার্চ) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত একটি সমাবেশে ভাষণ দেবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর এ সফরে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে ওই দিন ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে মোট আটটি বিশেষ ট্রেন চলবে।

বৃহস্পতিবার (৯ মার্চ) ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নাজমুল হক খান এ তথ্য নিশ্চিত করেন।

এ নিয়ে বাংলাদেশ রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি দিয়েছে রেলওয়ে।

এ বিষয়ে নাজমুল হক বলেন, আটটি বিশেষ ট্রেন চলাচলের বিষয়টি জানানো হয়েছে। গফরগাঁও-ময়মনসিংহ, নান্দাইল-ময়মনসিংহ, দেওয়ানগঞ্জ বাজার (জামালপুর)-ময়মনসিংহ, নেত্রকোনা-ময়মনসিংহ, অ্যাডভোকেট মতিউর রহমান স্টেশন-ময়মনসিংহ, গৌরীপুর-ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ-ময়মনসিংহ, জারিয়া-ঝাঞ্জাইল-ময়মনসিংহ রুটে এসব ট্রেন চলবে।

সকাল আটটা থেকে ১০টার মধ্যে ওই আটটি ট্রেন নির্ধারিত স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যাবে। সমাবেশ শেষে আবার সন্ধ্যা থেকে একে একে ট্রেনগুলো ময়মনসিংহ থেকে নির্ধারিত গন্তব্যে ছেড়ে যাবে।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর জনসভায় অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটবে। দলীয়ভাবে সড়ক পথে নেতাকর্মীদের আসা–যাওয়ার জন্য ইতোমধ্যে বাসভাড়া করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যে নগরের বিভিন্ন সড়ক নেতাকর্মীদের শুভেচ্ছাসংবলিত পোস্টার আর ব্যানারে ছেঁয়ে গেছে। জনসভায় যোগদানের জন্য ময়মনসিংহ নগরে চলছে মাইকিং ও বিভিন্ন ধরনের প্রচারণা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট