1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন

এক বউয়ের জন্য ৩০ বর!

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

এক বউকে বিয়ে করতে কনে বাড়িতে এসেছে ৩০ বর! শুনতে অবাক লাগলেও রাজধানীর পুরান ঢাকায় এমনটাই ঘটেছে।
এ ঘটনায় ঘোড়ায় চেপে পালকি নিয়ে কনে আনতে গেলে নকল বরের ভিড়ে আসল বর খুঁজতে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় কনেপক্ষ।

জানা গেছে, বিয়েকে স্মরণীয় করে রাখতেই এমন ব্যতিক্রমী আয়োজন। আসল বর ওমর ফারুকের সঙ্গে একইরকম বিয়ের সাজে কনের বাড়িতে হাজির হন আরো ২৯ জন। আতশবাজি ফুটিয়ে ঘোড়ায় চেপে নাজিরা বাজার থেকে বাদশাহী ভঙ্গিতে কনে বাড়ির উদ্দেশ্যে রওনা করে বরপক্ষ। কিন্তু কনে বাড়ির গেট ধরা তরুণীরা এমন দৃশ্য দেখে তাদের চোখ উঠে কপালে।

এদিকে এমন অদ্ভুত কাণ্ড দেখে সবাই হেসেই কুটিকুটি। কে আসল আর কে নকল বর তা বেছে নিতে ঘাম ছুটে যায় তাদের।

বিভ্রান্তি কাটাতে খানিক বাদে লাল শেরওয়ানি পরে আসল বরের আগমন ঘটে। গেটের আনুষ্ঠানিকতা ছাড়িয়ে প্রবেশ করে অন্দর মহলে।

বর ওমর ফারুক জানান, বন্ধুদের ইচ্ছে পূরণ আর নিজের বিয়ের আয়োজনকে স্মরণীয় করে রাখতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে। স্বামীর এমন অদ্ভুত কাণ্ডে হতবাক কনে সুমাইয়া আক্তার রাত্রিও।

নবদম্পতির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বরের বাবা। ফারুক-রাত্রী দম্পতির সুখি জীবন কামনা সবার।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট