1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
বিজয় দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, পূর্বাভাসে শীত নিয়ে নতুন বার্তা ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ সাড়ে তিন ঘণ্টা পর সচল ঘন কুয়াশায় মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত ছাড়াল ৪৪ হাজার ৮০০ ভোটাধিকার বঞ্চিত দেড় কোটি প্রবাসী, কার্যকর উপায় খুঁজছে সংস্কার কমিশন ভারতে পুলিশি পাহারায় ভাঙা হলো ১৮০ বছর পুরোনো মসজিদের একাংশ আগরতলা অভিমুখে লংমার্চে অংশ নিতে নয়াপল্টনে নেতাকর্মীরা ডিজিটাল মিডিয়ার যুগে ছাপা সংবাদপত্র রুগ্ণ শিল্প ৪৮ ঘণ্টায় সিরিয়ায় ৪৮০টি হামলা ইসরায়েলের, হামলা সিরীয় নৌবহরেও

বাজারে উঠছে লিচু, দাম চড়া

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানী জুড়ে বিক্রি হচ্ছে দেশীয় বারোয়ারি জাতের লিচু। মৌসুমের শুরু হওয়ায় এই জাতের ১০০ লিচু বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা। এই লিচুর পাশাপাশি আসতে শুরু করেছে সোনারগাঁয়ের কদমী ও চায়না-৩ জাতের লিচু। রাজধানীতে এসব জাতের লিচু বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকা শ’তে।

বিক্রেতারা বলছেন, গত তিন-চার দিন ধরে লিচু বাজারে আসা শুরু হয়েছে। তাই এখন লিচুর দাম বেশি, আবার ক্রেতাও কম। অন্যান্য জাতের লিচু বাজারে আসতে আরও এক থেকে দুই সপ্তাহ লাগবে। তখন লিচুর দামও কমবে আর বিক্রিও বাড়বে।

রাজধানীর মতিঝিল, গুলিস্তান ও পল্টন এলাকা ঘুরে দেখা গেছে, ফুটপাত ও বাজারগুলোতে আকারে ছোট, আধা-কাঁচা দেশি লিচু বিক্রি হচ্ছে। দেশের উত্তরাঞ্চল, মেহেরপুর, পাবনা ও খুলনা অঞ্চল থেকে আসা এই লিচুর নাম ‘বারোয়ারি’ বলছেন ব্যবসায়ীরা। এছাড়াও নারায়ণগঞ্জের ‘কদমী’ ও ‘চায়না-৩’ লিচু বাজারে বিক্রি হচ্ছে। তবে পরিমাণে খুবই কম।

গুলিস্তানে এক যুগ ধরে ফলের ব্যবসা করেন চাঁদপুরের শহিদুল ইসলাম। তিনি বলেন, দুই দিন হলো বারোয়ারি লিচু বিক্রি করছি। এখনো লিচুর মৌসুম পুরোপুরি শুরু হয়নি। এখন বাজারে রাজশাহী, পাবনা, ঈশ্বরদী ও মেহেরপুরের বারোয়ারি লিচু আসছে। ১০০ লিচুর আটি বিক্রি করছি ২৫০ থেকে ৩০০ টাকায়।

মুগদার বাসিন্দা আশরাফুল আলম বলেন, বছরের প্রথম লিচু দেখে কিনলাম। ১০০ লিচুর দাম নিয়েছে ২৬০ টাকা।

তিনি বলেন, লিচু দেখেই মনে হয়েছে এগুলো এখনো পাকেনি। আর কিছু দিন গেলে পরিপক্ব হতো। কিন্তু বেশি দামের আশায় বাজারে চলে এসেছে।

মতিঝিলের রাজউকের সামনের ফুটপাতে অন্যান্য ফলের সাথে কদমী লিচু বিক্রি করছেন শান্ত আরেফিন। তিনি বলেন, কদমী লিচু নারায়ণগঞ্জ থেকে আসে। দারুণ সুস্বাদু এই লিচু শ প্রতি ৭০০ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, সোনারগাঁয়ের লিচু সবার আগে পাকে। সোনারগাঁওয়ে সাধারণত পাতি, কদমী ও বোম্বাই (চায়না-৩) জাতের লিচু উৎপাদিত হয়। আবহাওয়ার কারণে সোনারগাঁয়ের লিচু আগে পাকে। প্রতিবছর মে মাসের প্রথমদিকেই লিচু বাজারে যায়। প্রথম পাতি জাতের লিচু, পরে কদমী জাতের লিচু ও সর্বশেষ বোম্বাই জাতের লিচু পেকে থাকে। আকারে বড় ও সুস্বাদু হওয়ায় অনেকে এ অঞ্চলের লিচুকে ‘দিল্লিকা লাড্ডু’ বলে থাকেন।

কিন্তু এ বছর আবহাওয়া অনুকূলে ছিল না। সময় মতো বৃষ্টি না হওয়ায় এ বছর লিচুর ফলন কিছুটা কম হয়েছে। এছাড়া শিলা বৃষ্টির কারণে লিচুর ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট