1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন

নারীর কাপড় পালটানোর ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে ধর্ষণ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৩৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

জয়পুরহাটে এক নারীর কাপড় পালটানোর (বদলানোর) ভিডিও গোপনে ধারণের পর ব্ল্যাকমেইল করে ধর্ষণ করেন মামুন হোসেন (৩৩)। এ ঘটনায় ওই যুবককে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার রাতে জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মামুন হোসেন নওগাঁ জেলার মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের আকবর আলীর ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মাসুদ রানা জানান, অভিযুক্ত মামুন গোপনে ওই নারীর কাপড় বদলানোর ভিডিও ধারণ করে। সে ওই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে গত ৬ মাস ধরে তাকে বিভিন্ন সময় জোরপূর্বক ধর্ষণ করে আসছিল। শারীরিক সম্পর্কে রাজি না হলে ভিডিওটি অনলাইনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেন মামুন।

তিনি জানান, মঙ্গলবার রাতে মামুন ভিকটিম ওই নারীকে কৌশলে জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া এলাকায় একটি বাসায় নিয়ে আবারো জোরপূর্বক ধর্ষণ করেন। এরপরই ওই নারী গোপনে কৌশলে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে মোবাইল ফোনে বিষয়টি জানালে অতি দ্রুততার সঙ্গে র‌্যাব সদস্যরা বিশ্বাসপাড়া মহল্লায় অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষককে আটক ও ওই নারীকে উদ্ধার করে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট