1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

আমেরিকায় একসঙ্গে শাকিব-অপু, মুখ খুললেন বুবলী

বিনোদন রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রে একসঙ্গে সময় কাটাচ্ছেন ঢাকাই সিনোমর শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। পেছনের নানা গুঞ্জন, তীক্ত অভিজ্ঞতাকে ভুলে পুনরায় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে একত্রে ঘুরে বেড়াচ্ছেন তারা।

এদিকে সুদূর মার্কিন মুলুকে এই দুই তারকার মিলনের পর থেকেই আবারও এক ছাদের নিচে দুজনের বাস করার গুঞ্জন শোনা যাচ্ছে।

বিষয়টি নিয়ে অনেকেই খুঁজে বেড়াচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলীকে। কারণ শাকিবের দ্বিতীয় সন্তানের মা তিনি। যদিও এই ইস্যুতে শুরু থেকেই মুখে কুলুপ এঁটেছেন বুবলী। এ পর্যন্ত কোথাও কোনো মন্তব্যও করতে দেখা যায়নি তাকে।

তবে সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে শাকিব-অপুর বিষয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। যেখানে বুবলীর স্পষ্ট উত্তর, ‘এসব নিয়ে ভাবতেই চান না তিনি।’

এই নায়িকার ভাষ্য, ‘শেহজাদের বাবাও আমি, মা-ও আমি। অনেক দায়িত্ব। ওর যত্ন নেওয়া, সিনেমার কাজ, সব মিলিয়ে আমি ব্যস্ত সময় পার করছি। এরমধ্যে অন্য কিছু ভাবার সময়ই নেই। আমার পুরোটা সময় সন্তান এবং নিজের জন্য।’

তবে কি শাকিবের সঙ্গে তার পুরোপুরি ছাড়াছাড়ি হয়ে গেছে? আর কখনও তারা এক হবেন না? এমন প্রশ্নের উত্তরে বুবলীর উত্তর, ‘নো কমেন্টস’।

বেশ কয়েক দিন ধরেই কানাঘুষা শোনা যাচ্ছে, ফের মিলিত হচ্ছেন শাকিব-অপু। এ ব্যাপারে শাকিব মুখ না খুললেও সংবাদমাধ্যমে কথা বলেছেন অপু।

অভিনেত্রীর ভাষ্য, ‘তখন রাগের বশে না বুঝে অনেক কথা বলে ফেলেছিলাম, এ জন্য আমাকে ভুগতে হয়েছে। আমি আর ভুগতে চাই না। আমার মা–বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি নতুন করে মা–বাবা পেয়েছি। শুধু স্বামী নয়, সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদসহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই। তাই একটু সময় দিন আমাকে, সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলব।’

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট