1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন

অগ্নিসন্ত্রাসীদের ক্ষমা নেই: শেখ হাসিনা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করছে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা অগ্নিসন্ত্রাস করছে, তাদের ক্ষমা নেই।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সিলেটে হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।

বিএনপি-জামায়াত মানুষকে মেরে ভীতি সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায় মন্তব্য করে তিনি বলেন, ’তারা (বিএনপি-জামায়াত) নির্বাচন বানচাল করতে চায়। মানুষকে ভোট দিতে দেবে না। মানুষ কিন্তু ভোটের পক্ষে। মানুষ নির্বাচনের পক্ষে। মানুষ তো তাদের হরতালে সাড়া দিচ্ছে না। মানুষ বরং ভোটের মিছিলে যোগ দিচ্ছে। এরপরও আবার কেন সন্ত্রাসী কর্মকাণ্ড?

শেখ হাসিনা বলেন, ‘যারা নির্বাচন করবে না, করবে না। কিন্তু আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, আগুন দিয়ে সরকার সম্পত্তি (ধ্বংস), সরকারি সম্পত্তি মানে হলো জনগণের সম্পত্তি। ’

ভোট জনগণের সাংবিধানিক অধিকার উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘ভোট জনগণের অধিকার। সাংবিধানিক অধিকার। সে ভোট জনগণ দেবে। ভোট দিতে জনগণকে বাধা দেওয়া, তাদের খুন করা, এ অধিকার করো নেই।  বাংলাদেশের কেউ মানবেও না। যারা করবে, তাদের একদিন এদেশের মানুষ উৎখাত করবে। ’

নির্বাচন ঠেকানোর প্রচেষ্টায় বিএনপি-জামায়াত সফল হবে না মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘তারা কোনো দিন সফল হবে না। হতে পারে না, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে। জনগণকে কেউ দাবায়ে রাখতে পারে না, পারেনি। ’

শেখ হাসিনা বলেন, ‘তাদের (বিএনপি-জামায়াত) অভিজ্ঞতা নাই? ২০১৩ সালে পারেনি, ২০১৪ সালে পারেনি। তাহলে আবার কেন এই আগুন দিয়ে পোড়ানো। বেশ ভালোই খেলা চলছে, একজন লন্ডনে বসে হুকুম দেয় আর এখানে তার কিছু চ্যালা আছে, আগুন দেয়। বাংলাদেশে এভাবে খেলা, এই দুর্বৃত্তপরায়ণতা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। ’

রেল-বাসে আগুনের জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে শেখ হাসিনা বলেন, ‘রেলে আগুন দিল, একজন মা সন্তানকে নিয়ে সে আগুনে পুড়ে মারা গেল। মা সন্তানকে কিন্তু বুকের মাঝে চেপে ধরে রেখেছে। এর চেয়ে কষ্টের দৃশ্য আর কিছু হতে পারে না। কীভাবে কেউ এসব করতে পারে?’

তিনি বলেন, ‘আজ নারী-শিশু, পুলিশের ওপর হামলা, সাংবাদিকদের ওপর হামলা, প্রধান বিচারপতির বাড়িতে হামলা, জনগণের ওপর হামলা, এসব কোন ধরনের রাজনীতি? জনগণের কাছে তাড়া তাদের কর্মসূচি নিয়ে যাবে, জনগণ যদি তাদের ডাকে সাড়া দেয় তখন। ’

বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে জনগণ সাড়া দেয়নি মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘তারা তো হরতাল দিয়েছে, দেশের মানুষ হরতাল মানেনি। তাদের ডাকে সাড়া দেয়নি। তাদের বোঝা উচিত। এ দেশের মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায়। ’

তিনি বলেন, ‘আমরা ভোটের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছি, আমাদের দলসহ। যে ঠিক আছে সবাই দাঁড়াবে, সবাই দল করে, সবাই কাজ করবে। জনগণ যাকে বেছে নেবে, সেটাই। ’

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট