তিনি আরোও বলেন, এখন আর মঙ্গা এলাকার মানুষ না খেয়ে থাকে না। মানুষের জীবন মানের পরিবর্তন হয়েছে। খাদ্যের অভাব নেই। তাই শেখ হাসিনার নেতৃত্বাধীন জোট সরকারকেই আবার ক্ষমতায় দেখতে চাই। এলাকার সমস্যা সমাধানের বিষয়ে তিনি বলেন, স্থানীয় প্রতিনিধিদের সাথে তাদের জনপ্রতিনিধির একটি যোগাযোগের দূরত্ব রয়েছে। সাধারণ মানুষের নিত্যদিনের যে সমস্যাগুলো সহজেই সমাধানযোগ্য। নিয়মিত মতবিনিময় না থাকায় মানুষ তার সে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই প্রত্যেক মাসে ২টি বা কমপক্ষে ১টি ‘জনতার মুখোমুখি’ বা ‘গণমানুষের জন্য’ শীর্ষক ওয়ার্ড ভিত্তিক সাধারণ মানুষ ও স্থানীয় প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করব। আমার অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানে এলাকাবাসীর অভিমত গ্রহণ করে এই অঞ্চলের সকল সমস্যা সমাধানে কাজ করাই আমার লক্ষ্য।
শেখ শহিদুর রহমান পাভেল বলেন, শেখ হাসিনার সরকার জণবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদে শান্তিতে ও স্বস্তিতে থাকে। দেশ এগিয়ে যায়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ।’এলাকার জনগনের উদ্যেশে তিনি বলেন, আমি জনগণের সেবক হতে চাই। সকল সামাজিক সমস্যা দূরীকরণে সর্বদা জনগণের পাশে থাকবো। আমি স্থান করে নিতে চাই আপনাদের হৃদয়ে, কথার মাধ্যমে নয়, আমার কাজের মাধ্যমে। এলাকার জণগণের সেবা করার প্রয়াস নিয়ে এগিয়ে যাব এবং আমি নির্বাচিত হলে দেশবাসীকে একটি দুর্নীতিমুক্ত আসন উপহার দিব ইনশাআল্লাহ।
স্থানীয়রা বলছেন, শেখ শহিদুর রহমান পাভেল একজন জনদরদী মুনুষ। তিনি করোনা মহামারির সময় আমাদের এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন। ছাত্রজীবন থেকেই মানুষের চিকিৎসা, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার সুব্যবস্থা করছেন। তিনি শুধু নিজ এলাকায় জন্য নয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তের লোকজনেরও উপকার করেন। শীত মৌসুমে শীতবস্ত্র, ঈদের সময় নতুন পোষাক উপহার দেওয়াসহ নানা দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান তিনি। তাই তার একটা জনপ্রিয়তা আছে এলাকায়। আমরা তাকে আমাদের এই আসনের তথা নীলফামারী -১ আসনের এমপি হিসেবে দেখতে চাই।
Leave a Reply