বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বিরল এক ঘটনার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। নির্ধারিত সময়ে বোলারের মুখোমুখি হতে প্রস্তুত হতে পারেননি লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। দুই দফায় হেলমেট পাল্টাতে গিয়ে তিনি তিন মিনিটেরও বেশি সময় বিলম্ব করেন।
বিরল এই আউটের পক্ষে-বিপক্ষে বিতর্কে নেমেছেন ক্রিকেট সমর্থকরা। কথা বলছেন বিভিন্ন দেশের সাবেক তারকা ক্রিকেটাররাও।
এদিকে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্ক ওয়াহ লিখেছেন, ‘ভুলে যান স্পিরিট অব দ্য গেমের কথা, নিয়মের কথাও ভুলে যান, একজন ভালো মনের ক্রিকেটার কীভাবে এমন একটি আউটের জন্য আবেদন করতে পারে? কীভাবে একটি আউট এভাবে নিতে পারে।’
স্টিভ হারমিসন বলেছেন,’আন্তর্জাতিক ক্রিকেটে এ ধরনের ঘটনা প্রথম। এটি বেশ অভাবনীয় যে ম্যাথিউস তার হেলমেটটাও দেখে আনলেন না। তিনি এটি কীভাবে করলেন? প্লেয়িং কন্ডিশন ও নিয়ম অনুযায়ী সাকিবের সিদ্ধান্ত সঠিক, আমার অবস্থানও তার পক্ষে।’
‘এক্স’-এ (সাবেক টুইটার) নিজের অবস্থান জানিয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার স্টেইন। তিনি বলেন, ‘এটা ভালো কিছু হলো না।’
এদিকে, ম্যাথিউসের টাইমড আউট নিয়ে ইনিংস শেষে লঙ্কান ব্যাটার আসালাঙ্কা বলেন, ‘আমার দৃষ্টিতে ম্যাথিউসের আউট ক্রিকেট স্পিরিটের বাইরে।’
Leave a Reply