1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন

২য় ওয়ানডেও কি পণ্ড হবে বৃষ্টিতে?

স্পোর্টস রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

দুর্দান্ত বোলিং করেও আগের দিন আক্ষেপে পুড়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। বৃষ্টির কারণে একরাশ আক্ষেপ নিয়েই সেদিন মাঠ ছেড়েছিলেন ভক্তরা। আজ শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগেও আছে বৃষ্টির আভাস। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ঢাকায় বৃষ্টি নেমেছে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন জেগেছে, ২য় ওয়ানডেও কি তবে পণ্ড হতে চলেছে।

গত কয়েকদিন ধরেই দুপুরের পর থেকে বৃষ্টি দেখেছে ঢাকা শহর। আজকেও তার ব্যতিক্রম হবার সম্ভাবনা নেই। আবহাওয়ার পূর্বাভাস বলছে, শনিবার ঢাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭৮ শতাংশ। প্রায় সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। সেই সময় থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত ৫.৭ মিলি মিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচ যে বৃষ্টি বাধায় পড়বে তা এক প্রকার নিশ্চিতই বলা চলে।

তবে পুরো ম্যাচ পণ্ড হবে, এমনটা প্রত্যাশা করা যায় না। ম্যাচের দৈর্ঘ্য কমে আসবে এমন সম্ভাবনাই বেশি। যেকোন প্রকার ফলাফলের জন্য দুই দলকেই অন্তত ২০ ওভার করে মোট ৪০ ওভারের খেলা হতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট