1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন

আ.লীগ-বিএনপি ও পুলিশের ত্রিমুখী অবস্থানে থমথমে উত্তরা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন, বিএনপি এবং পুলিশের ত্রিমুখী অবস্থানে থমথমে পরিবেশ বিরাজ করছে উত্তরা। আজমপুর থেকে হাউজ বিল্ডিং মোড় পর্যন্ত পুরো রাস্তা ফাঁকা হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে এই সড়কে যান চলাচল। শুধু আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর মুখে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে বিএনএস সেন্টারের সামনে দাঁড়িয়ে দেখা যায়, সবকিছুই যেন স্বাভাবিক আছে। আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর এবং বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুরমুখী যান চলাচল তখন স্বাভাবিক ছিল। হঠাৎ ১১টা ২০ মিনিটের দিকে বিএনএস সেন্টারের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

অন্যদিকে সেন্টারের পূর্ব পাশে রাস্তায় অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তখন বিএনএস সেন্টারের সামনে চলে আসে। এতে করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে শুরু করে একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পরিস্থিতির সামাল দিতে পুলিশ তিনটি টিয়ারশেল গ্যাস ছোড়ে। এতে করে ওই মুহূর্তে বিএনএস সেন্টারের সামনে ছত্রভঙ্গ হয়ে পড়ে বিএনপি নেতাকর্মীরা।

পরে ছত্রভঙ্গ হওয়ার পর যখন বিএনএস সেন্টারের সামনে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছিল তখন হাউজ বিল্ডিংয়ের দিক থেকে বিএনপি নেতাকর্মীরা আবারও মিছিল নিয়ে আসতে শুরু করেন।

অন্যদিকে আজমপুর মোড় থেকে একটি মিছিল নিয়ে বিএনএস সেন্টারের দিকে আসতে থাকেন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সদস্যরা। পরে নিরুপায় অবস্থায় ঢাকা পুলিশ সদস্যদের ক্রস করে বিএনপি নেতা কর্মীদের ধাওয়া দেয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ নীরব ভূমিকা পালন করে। সর্বশেষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত আজমপুর থেকে বিএনএস সেন্টার হয়ে হাউজ বিল্ডিং পর্যন্ত পুরো রাস্তায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট