1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন

যমুনা রেলসেতু দিয়ে চলা সব ট্রেনের ভাড়া বাড়ছে

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সদ্য নির্মিত যমুনা রেলসেতু ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। এই সেতু দিয়ে আগামী ১৮ মার্চ থেকে পূর্ণমাত্রায় যাত্রীবাহী ট্রেন চলবে। আর ওইদিন থেকেই এই সেতু দিয়ে চলাচলকারী ট্রেনগুলোর ভাড়া বাড়তে যাচ্ছে।

রোববার (৯ মার্চ) রাজধানীর বিদ্যুৎ ভবনে আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম।

তিনি বলেন, “যমুনা রেলসেতু আগামী ১৮ মার্চ থেকে (আনুষ্ঠানিকভাবে) চালু হচ্ছে। ওইদিন থেকে এটার উপর দিয়ে ফুল ফেজে (পূর্ণমাত্রায়) ট্রেন চলবে। এই রুটে ট্রেনের ভাড়া বাড়বে। যেমন— ঢাকা থেকে রাজশাহীর যে ভাড়া ৪০৫ টাকা ছিল, সেটি ৪৫০ টাকা হবে। যে ট্রেনগুলো এই সেতু অতিক্রম করবে, সেগুলোর ভাড়া বাড়বে। এটা সিস্টেম অনুযায়ীই বাড়বে। ঈদের আগে ভাড়া বেড়েছে বলার সুযোগ নেই।”

ট্রেনের টিকিট বিক্রির ওয়েবসাইটে দেখা গেছে, আগামী ১৮ মার্চ ঢাকা থেকে রাজশাহী যেতে ধূমকেত এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার শ্রেণীর আসনের ভাড়া ৪০৫ টাকা, সিগ্ধা (এসি চেয়ার) শ্রেণীর আসনের ভাড়া ৭৭১ টাকা ও এসি সিট শ্রেণীর আসনের ভাড়া ৯২৬ টাকা দেখাচ্ছে। কিন্তু একই ট্রেনে ১৯ মার্চে শোভন চেয়ার শ্রেণীর আসনের ভাড়া ৪৫০ টাকা, সিগ্ধা (এসি চেয়ার) শ্রেণীর আসনের ভাড়া ৮৬৩ টাকা ও এসি সিট শ্রেণীর আসনের ভাড়া ১০৩৫ টাকা দেখাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট