আসন্ন রমজান মাসে দেশে কার্যরত তফসিলি ব্যাংকের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।
নতুন সূচি অনুযায়ী, রমজান মাসে ব্যাংকগুলো খোলা থাকবে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত। তবে ব্যাংকগুলোতে লেনদেন চলবে সাড়ে নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। এর মধ্যে সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।
তবে নামাজের বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন অব্যাহত রাখতে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে।
সাধারণ কর্মদিবসে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়। ব্যাংকের অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রমজান শেষে ব্যাংক এবং অফিসের সময় আবার আগের অবস্থায় ফিরে যাবে।
Leave a Reply