বিদায় নিয়েছে বরফঝরা শীতের মাঘ মাস। ফাগুন ঝরা বাতাসে বেড়েছে দিনের তাপমাত্রা। তাপমাত্রা উঠেছে ১৪ ডিগ্রিতে। তবে জলবায়ুর পরিবর্তনের কারণে এবার শীতকালও হারিয়েছে তার চিরাচরিত চরিত্র। তাপমাত্রা বাড়লেও রাতের ঠান্ডায় লেপ-কম্বলে কাটাতে হচ্ছে উত্তরের জেলার মানুষদের।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রেকর্ড হয়েছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তার আগে মঙ্গলবার রেকর্ড হয়েছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা রেকর্ড হচ্ছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিনে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার তথ্যটি জানিয়েছে জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ।
স্থানীয়রা বলছেন, তাপমাত্রা বেড়ে যাওয়ায় আগের তুলনায় শীতের মাত্রা অনেক কমেছে। শুধু সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত আগের মতোই ঠান্ডা অব্যাহত রয়েছে। দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ায় নেই আগের শীতের তীব্রতা। যার কারণে কাজকর্মে কোনো সমস্যা হচ্ছে না।
এ দিকে জলবায়ুর পরিবর্তনের কারণে তাপমাত্রা উঠানামায় বেড়েছে শীতজনিত রোগব্যাধির প্রকোপ। হাসপাতালগুলোতে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ এসব রোগে আক্রান্ত রোগীদের ভিড় দেখা যায়।
Leave a Reply