1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন

পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে, ঘন কুয়াশা

আবহাওয়া রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

গত তিন দিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর খানিকটা বেড়েছে তাপমাত্রা। তবে তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ।

আবহাওয়া অফিস বলছে, তিন দিন ধরে জেলার তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে থাকলেও সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৬টায় রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

গত শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পরদিন শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এরপর রোববার সকাল ৯টায় তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

সোমবার সকালে দেখা যায়, কুয়াশায় ঢাকা পড়ে আছে পথঘাট। ঠান্ডা বাতাসের কারণে অনুভূত হচ্ছে কনকনে শীত। বাইরে খুব বেশি মানুষ বের হচ্ছেন না। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং আকাশে মেঘ থাকায় ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো জেলা। একইসঙ্গে কয়েকগুণ হাড়ে বেড়েছে কনকনে শীতের অনুভূতি। জানুয়ারির বাকি সময়েও তাপমাত্রা এমন থাকতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট