বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। বয়স ৬০ ছুঁয়ে ফেলতে চললেও এখনও বিয়ে করেননি তিনি।
যদিও বিয়ে নিয়ে আর কোনও পরিকল্পনাই নেই তার। একাধিক সাক্ষাৎকারে সেটা স্পষ্টই জানিয়েছেন অভিনেতা। তবে সালমানের মনের মধ্যে নাকি রয়েছে বাবা হওয়ার বাসনা।
যে কারণে বারবার তার কাছে একই প্রশ্ন আসে, কবে বিয়ে করছেন? এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, খুব শিগগিরই বিয়ের কোনও পরিকল্পনা নেই। কিন্তু শিশুদের প্রতি রয়েছে অগাধ ভালোবাসা। তাই বাবা হওয়ার অনুভূতি পেতে চান।
উত্তরে ভাইজান বলেন, ‘না, এখনও এমন কোনও পরিকল্পনা নেই। যখন হওয়ার হবে।’
বোন অর্পিতা খানের সন্তানকেই কি নিজের সন্তানের মতো বড় করতে চান সালমান? তিনি বলেন, ‘আমাদের বাড়িতে শিশুর অভাব নেই। আর আমার বোন নিজেই খুব সুন্দর করে সন্তানকে লালন করছে। বলা ভালো, ও আমাদের সকলকেই লালন করছে।’
বর্তামানে সালমান ব্যস্ত তার আসন্ন ছবি ‘সিকন্দার’ নিয়ে। তার পাশাপাশি ‘বিগ বস্ ১৮’-এর সঞ্চালনাও করছেন তিনি।
Leave a Reply