ভারতের হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদদলিত হয়ে একজনের মৃত্যুর ঘটনায় ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে শুক্রবার সকালে গ্রেপ্তার করে পুলিশ। এরপর দিনভর চলে থানা-আদালত নিয়ে টানাহেঁচড়া। অবশেষে নায়ককে অন্তর্বর্তী জামিন দেন তেলঙ্গানা হাইকোর্ট; ৫০ হাজার টাকার বন্ডে আল্লু অর্জুনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়।
এক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবর, শুক্রবার রাত পর্যন্ত জামিনের অর্ডার এখনও হাতে পৌঁছায়নি পুলিশের হাতে। অর্থাৎ শনিবার সকালের আগে তিনি জেল থেকে বের হতে পারছেন না, তা স্পষ্ট। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শনিবারেই হাজতবাস থেকে ছাড়া পাবেন আল্লু অর্জুন। তবে তার জন্য প্রথম শ্রেণির সেল প্রস্তুত রাখা হয়েছে। আর এই খবর ছড়াতেই হায়দরাবাদ কেন্দ্রীয় সংশোধনাগারের বাইরে আল্লু অর্জুনের অনুরাগীরা বিক্ষোভ শুরু করেন।
তবে এসব কিছুর পর তেলেঙ্গানা হাই কোর্ট ব্যক্তি স্বাধীনতার যুক্তিতে সুপারস্টারের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করায় হাসিও ফোটে অনুরাগীদের মুখে। ধৈর্য ধরে তারা অপেক্ষা করতে থাকেন, কখন জেল থেকে মাথা উঁচু করে বেরিয়ে আসবেন তাদের প্রিয় হিরো।
Leave a Reply