1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০১:৫১ অপরাহ্ন

আগামী ৭ দিন জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

আগামী সাত দিন জাতীয় সংহতি সপ্তাহ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (২৫ নভেম্বর) সংগঠনটির কার্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এ ঘোষণা দেন।

রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদের মধ্যকার সংঘর্ষসহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ১৮টি সংগঠনের ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।

যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের অভিজিৎ হালদার নামে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে গত ১৬ নভেম্বর সকালে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। গত ১৮ নভেম্বর হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছিলেন। কিন্তু ভুল চিকিৎসায় অভিজিতের মৃত্যু হয়েছে অভিযোগ তুলে গত রোববার (২৪ নভেম্বর) ওই হাসপাতাল ঘেরাও কর্মসূচি দেন মোল্লা কলেজের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত সেই ‘সুপার সানডে’ কর্মসূচিতে অংশ নিয়ে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ও পাশের শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালান মোল্লা কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।

ওই সময় সোহরাওয়ার্দী কলেজে চলতে থাকা অনার্স প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়। ওই হামলা ও ভাঙচুরের ‘জবাব’ দিতে রাত থেকেই অনলাইনে-অফলাইনে সংঘবদ্ধ হতে থাকেন সোহরাওয়ার্দী কলেজ ও পাশের কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।

এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে তারা জড়ো হয়ে মিছিল নিয়ে গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালান। সেখানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। তিন কলেজের শিক্ষার্থীদের সংঘাতে রণক্ষেত্র পরিণত হয় যাত্রাবাড়ী-ডেমরা রোড। এতে আহত হয়ে অন্তত ৩৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট