পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে নৌকাডুবিতে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির উপকূলে দুটি নৌকা ডুবে যাওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। নৌকা দুটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মাদাগাস্কারের উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। নৌকা দুটির আরোহীদের বেশিরভাগই ছিলেন সোমালি নাগরিক।
বিবিসি বলছে, গত শনিবার ভারত মহাসাগরে মাদাগাস্কারের উত্তর উপকূলে ভাসমান অবস্থায় নৌকা দুটি খুঁজে পাওয়া যায়। এগুলোর ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
মূলত সোমালি অভিবাসীরা বিপজ্জনক এই রুট ধরে চলাচল করেন। যদিও বিপজ্জনক এই রুটটি তাদের কাছে খুবই সাধারণ।
যদিও “অবৈধ অভিবাসনের গুরুতর ঝুঁকির” বিষয়ে আগেই সতর্ক করেছিল মাদাগাস্কান কর্তৃপক্ষ।
Leave a Reply