1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন

ইসরায়েলের অভিযান : লেবাননে এক রাতে নিহত ৫২

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে লেবাননের উত্তরপূর্বাঞ্চলীয় শহর বালবেক এবং তার সংলগ্ন গ্রামগুলোতে নিহত হয়েছেন ৫২ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৭২ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এনএনএ শুক্রবার সন্ধ্যায় জানিয়েছে এ তথ্য।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত উত্তরপূর্বাঞ্চলীয় অঞ্চল এবং বৈরুতে বিমান অভিযান চালিয়েছে ইসরায়েল।

লেবানন এবং ইসরায়েল মধ্যপ্রাচ্য অঞ্চলের দুই প্রতিবেশী দেশ। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের অপর পাশেই লেবাননের দক্ষিণাঞ্চল। দেশটিতে ইসরায়েলি বাহিনীর অভিযানের মূল উদ্দেশ্য সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহকে ধ্বংস করা। ইরানের প্রত্যক্ষ মদত ও সহায়তায় ১৯৮৫ সালে গঠিত এই গোষ্ঠীটি তার জন্মলগ্ন থেকে ইসরায়েলকে ধ্বংসের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। হিজবুল্লাহর সদর দপ্তর এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর প্রায় সবই দক্ষিণ লেবাননে অবস্থিত।

পাল্টা রকেট-ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলার জবাব দিতে থাকে ইসরায়েলও। প্রায় এক বছর এই অবস্থা চলার পর গত ২০ সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হিজবুল্লাহ ও আইডিএফের গত এক বছরের সংঘাতে দেশটিতে নিহত হয়েছেন অন্তত ২ হাজার ৯০০ জন এবং আহত হয়েছেন ১৩ হাজার ১৫০ জন। এছাড়া গত সেপ্টেম্বরের শেষ থেকে ইসরায়েলের বিমান বাহিনীর অভিযান শুরুর পর লেবাননে বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।

সূত্র : আনাদোলু এজেন্সি, এপি

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট