1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

২৫০ জনের টিমের সঙ্গে হজে যাচ্ছেন অনন্ত জলিল

বিনোদন রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

‘অপারেশন জ্যাকপট’ সিনেমা নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলেন অনন্ত জলিল। এরই ফাঁকে প্রস্তুতি চলে ‘চিতা’ সিনেমার কাজ।

এসবের মধ্যেই গত ৩০ মার্চ রাজধানীর নিউমার্কেটে ‘এজে ভাই’ নামে একটি শোরুম উদ্বোধন করেন অনন্ত।

তবে সিনেমা ও ব্যবসার সব ব্যস্ততা ঝেড়ে ফেলে আপাতত ঢাকাই সিনেমার আলোচিত এ তারকার উদ্দেশ্য পবিত্র হজ পালন।

হজ পালনে সৌদি আরবে যাচ্ছেন তিনি। একা নন; সঙ্গে যাচ্ছেন আর আড়াই শ’ ব্যক্তি। সব ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই ২৫০ জনের টিম নিয়ে মক্কার উদ্দেশে রওনা হবেন অনন্ত।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অনন্ত জলিল নিজেই।

অভিনেতা বলেন, ‘আমরা বড় একটা টিম যাচ্ছি হজে। ২৫০ জনের একটা টিম। সঙ্গে অনেক হাজি যাচ্ছেন। জানি না কার দোয়া কবুল হবে! তাই হাজিদের সঙ্গে যাওয়াই ভালো। ’

গত বছর শেষদিকে সপরিবারে ওমরাহ পালন করেন অনন্ত জলিল। সেসময় এক ফেসবুক পোস্টে বর্ষা লিখেছিলেন, ‘আলহামদুল্লিলাহ, অবশেষে আসতে পারলাম। ঘুরে দেখলাম মদিনা। মুগ্ধ হয়ে গেলাম সবকিছু দেখে, সুবহানল্লাহ। সবাই দোয়া করবেন, আমার সন্তানদের জন্য। ’

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট