1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো ১ ফেব্রুয়ারি পর্যন্ত

ধর্মীয় ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ২৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার।

বুধবার (২৪ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এ সময়ের মধ্যে ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন অথবা প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।

প্রাথমিক নিবন্ধন করা হলে প্যাকেজের অবশিষ্ট মূল্য ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে একই ব্যাংকে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় এ বছর হজে যাওয়া যাবে না এবং প্রদত্ত অর্থ ফেরত দেওয়া হবে না।

মন্ত্রণালয় জানায়, নিবন্ধনের সময় ১৮ জানুয়ারি পর্যন্ত ছিল। কিন্তু নির্ধারিত কোটা পূরণ না হওয়ায় সময়সীমা বাড়ানো হলো। এই সময়ের মধ্যে মোট ৫৩ হাজার ১৭৩ জন নিবন্ধন করেন। এরমধ্যে সরকারিভাবে ৩ হাজার ৮০২ জন ও বেসরকারিভাবে ৪৯ হাজার ৩৭১ জন নিবন্ধন করেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারিভাবে এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন।

খালি রয়েছে নিবন্ধনের মোট কোটার ৫৮ শতাংশ।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট