মুসলিম উম্মাহর জন্য শবে বরাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। এই রাতকে মুক্তির রাত হিসেবেও অভিহিত করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে ইবাদত-বন্দেগি, দোয়া ও ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন।
সরেজমিনে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, স্টার জামে মসজিদ, লক্ষ্মীবাজার শাহী মসজিদ, ইস্কাটন মসজিদ, সেগুনবাগিচা মসজিদ, বেইলি রোড এলাকার বেশ কয়েকটি মসজিদ ঘুরে মুসল্লিদের ইবাদতে মশগুল থাকতে দেখা গেছে।
সরেজমিনে আরও দেখা যায়, পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে নানা বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা আসছেন জামাতে নামাজ আদায় করতে। মাথায় টুপি আর পাঞ্জাবি পড়ে মসজিদে এসেছেন অধিকাংশ মুসল্লি। কারও হাতে জায়নামাজ, আবার কারও হাতে তসবি।
রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের মসজিদে শবে বরাতের রাতে বিশেষ আয়োজন করা হয়েছে। মুসল্লিরা জামাতে নামাজ আদায় করেছেন, পবিত্র কোরআন তিলাওয়াত করেছেন এবং মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করতেই তারা বায়তুল মোকাররম মসজিদে এসেছেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম
দেশের প্রধান মসজিদ বায়তুল মোকাররমে শবে বরাতের রাতে বিশেষ আয়োজন করা হয়েছে।
মাগরিবের নামাজের পর থেকেই মসজিদে মুসল্লিদের ভিড় লেগেছে। পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ ও নাত শরীফ, ওয়াজ-মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুসল্লিরা সারা রাত জেগে ইবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন।
ঢাকার স্টার জামে মসজিদে
ঢাকার স্টার জামে মসজিদেও শবে বরাতের রাতে বিশেষ আয়োজন করা হয়েছে।
হাজার হাজার মুসল্লি এই মসজিদে এসেছেন আল্লাহর দরবারে দোয়া করতে। মসজিদের আঙিনা ও আশপাশের রাস্তা মুসল্লিদের ভিড়ে সরগরম।
লক্ষ্মীবাজার শাহী মসজিদ
শবে বরাত উপলক্ষে এ মসজিদে এশার নামাজের পর থেকে মুসল্লিরা বিশেষ ইবাদতে অংশগ্রহণ করেন। মসজিদ প্রাঙ্গণে জায়নামাজ, তসবিহ, টুপি ও আতরের দোকান বসে, যা উৎসবের আমেজ যোগ করে।
নারায়ণগঞ্জ ফকিরটোলা জামে মসজিদ
এ মসজিদে শবে বরাতের রাতে ২৬তম বার্ষিক সালাতুজ তাজবী নামাজ অনুষ্ঠিত হবে। প্রতি বছর প্রায় ছয় হাজার মুসল্লি এতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে মুসুল্লিদের জন্য বিরিয়ানী পরিবেশন করা হয়।
চট্টগ্রাম জামে মসজিদে
চট্টগ্রামের জামে মসজিদেও শবে বরাতের রাতে বিশেষ আয়োজন করা হয়েছে। এই মসজিদেও হাজার হাজার মুসল্লি এসেছেন আল্লাহর দরবারে দোয়া করতে।
চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ
শবে বরাতের রাতে এ মসজিদে মুসল্লিদের ভিড় লক্ষ করা যায়। মসজিদটি বর্ণিল বাতি দিয়ে সাজানো হয়, এবং মুসল্লিরা নফল নামাজ ও অন্যান্য ইবাদতে অংশগ্রহণ করছেন।
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, চট্টগ্রাম
শবে বরাত উপলক্ষ্যে এ মসজিদে এশার নামাজের পর থেকে মুসল্লিদের ভিড় দেখা যায়। মসজিদটি বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয় এবং মুসল্লিরা নফল নামাজ, কুরআন তিলাওয়াত ও জিকিরে অংশগ্রহণ করেন।
হজরত শাহ সুফি আমানত খান (র.) দরগাহ মসজিদ, চট্টগ্রাম
এ মসজিদে শবে বরাতের রাতে মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা যায়। মাগরিবের নামাজের পর থেকেই মুসল্লিরা নফল নামাজ, কুরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন রয়েছেন।
বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ
শবে বরাত ও জুমার দিন একসঙ্গে হওয়ায় এ ঐতিহাসিক মসজিদে দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো মুসল্লি জুমার নামাজ আদায় করেন। মসজিদের চত্বর পরিপূর্ণ হয়ে গেলে, অনেকেই বাইরের খোলা জায়গায় জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করছেন।
সিলেটের বিভিন্ন মসজিদেও শবে বরাতের রাতে মুসল্লিদের ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে সিলেট শহরের কেন্দ্রীয় জামে মসজিদে ব্যাপক ভিড় ছিল।
রাজশাহী বিশ্ববিদ্যালয় মসজিদসহ রাজশাহী শহরের বিভিন্ন মসজিদে শবে বরাতের রাতে বিশেষ আয়োজন করা হয়েছে। খুলনা শহরের বিভিন্ন মসজিদেও শবে বরাতের রাতে মুসল্লিদের ভিড় লক্ষ্য করা গেছে।
দেশের বিভিন্ন মসজিদেও একই দৃশ্য
দেশের বিভিন্ন মসজিদেও একই চিত্র দেখা গেছে। মুসল্লিরা জামাতে নামাজ আদায় করেছেন, পবিত্র কোরআন তিলাওয়াত করেছেন এবং মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। অনেকেই সারা রাত জেগে ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।
দেশের গ্রামাঞ্চলেও শবে বরাত উদযাপন করা হচ্ছে। ছোট ছোট মসজিদগুলোতেও মুসল্লিরা জড়ো হয়েছেন।
শবে বরাতের গুরুত্ব
শবে বরাত ইসলামে একটি গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের তওবা কবুল করেন এবং তাদেরকে মাফ করে দেন। এই রাতে ইবাদত-বন্দেগি করলে আল্লাহর রহমত অর্জন করা যায়।
পবিত্র রাতে জনগণের আকুতি
শবে বরাতের রাতে মুসলমানরা তাদের পাপ ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে আকুতি জানিয়েছেন। তারা আল্লাহর দরবারে তওবা করেছেন এবং ভবিষ্যতে সৎকর্মের প্রতিজ্ঞা করেছেন।
শবে বরাতের বার্তা- শবে বরাত আমাদের শিক্ষা দেয় যে, আমাদের সবসময় আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আমাদের পাপের জন্য তওবা করতে হবে এবং ভবিষ্যতে সৎকর্ম করার চেষ্টা করতে হবে।
উল্লেখ্য, শবে বরাতের রাতে দেশের প্রায় প্রতিটি মসজিদেই বিশেষ ইবাদত ও নামাজের আয়োজন করা হয়, যেখানে ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।
Leave a Reply