কিছুদিন ধরে রাজধানী ঢাকায় যানজট বেশি দেখা যাচ্ছে। তবে আজ এর মাত্রা অনেক বেশি। রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক যানজটে স্থবির হয়ে আছে।
বিশেষ করে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন, কাকরাইল, বাংলা মোটর, কারওয়ানবাজার ও ফার্মগেট এলাকায় এই সম্মেলনের কারণে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।
কারওয়ানবাজার সিগন্যালে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করতে হয়েছে বাসযাত্রী সুমন রহমানকে। তিনি বলেন, সাধারণত ১০-১৫ মিনিটের মতো এই সিগন্যালে আটকে থাকতে হয়। কিন্তু আজ রাস্তায় এত মানুষ, গাড়ি সামনে এগোচ্ছেই না। দীর্ঘক্ষণ যানজটে বসে থাকতে হচ্ছে।
দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে ফার্মগেট থেকে হেঁটে বাংলামোটরে এসেছেন বাসার খন্দকার। তিনি বলেন, ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত রাস্তা প্রায় বন্ধ বলা চলে। কোনো যানবাহন নড়ছে না। তাই হেঁটেই আসতে হয়েছে।
এদিকে মহাসম্মেলনকে কেন্দ্র করে আসা মানুষের ভিড়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। হাজার হাজার মানুষের ভিড়ে শাহবাগ থেকে টিএসসি, টিএসসি থেকে দোয়েল চত্বর ও টিএসসি থেকে নীলক্ষেত যাওয়ার রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
Leave a Reply