1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জে ট্রলার ডুবি, দুই শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ৪৭ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ পর্যন্ত দুইজন নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, পারিবারিক একটি পিকনিকে সিরাজদিখান উপজেলার লুতব্দি ও লৌহজং উপজেলার খিদিরপাড়া এলাকার মোট ৪৭ জন পদ্মা নদীতে ঘুরতে যান। ফেরার পথে রাত ৮টার দিকে লৌহজং উপজেলার তালতলা ডহরি খালের রসকাটি নামক স্থানে একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এতে প্রায় ৩০ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা জানান।

নিখোঁজদের উদ্ধারে লৌহজং উপজেলা ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা কাজ করছেন।

টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও নূরে আলম বলেন, আমাদের হাসপাতালে মৃত অবস্থায় দুইটি বাচ্চার মরদেহ আনা হয়। একজনের বয়স আট বছর, নাম রায়হান। অপরজনের বয়স পাঁচ মাস।

স্থানীয় খিদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম বলেন, ঘটনাস্থলে এক নারীর মরদেহ রয়েছে। তিনি তিন সন্তানের জননী বলে জানা গেছে।

এদিকে রাত সাড়ে ১০টার দিকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোকসেদা (৩০) নামের এক নারীর মরদেহ নিয়ে যাওয়া হয়। মোকসেদা সিরাজদিখান উপজেলার লুতব্দি এলাকার বাসিন্দা বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনজুমান আরা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট