1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন

মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা, রাশিয়া সফর বাতিল

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। নিজের বাড়িতে এক দুর্ঘটনায় আঘাত পেয়ে আহত হন তিনি। এই ঘটনার পর রাশিয়া সফর বাতিল করেছেন তিনি।

সোমবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি শীর্ষস্থানীয় হাসপাতাল বলেছে, তারা প্রেসিডেন্টকে অস্থায়ীভাবে দীর্ঘ দূরত্বের ফ্লাইট এড়িয়ে চলছে পরামর্শ দিয়েছে। অবশ্য রাশিয়া সফরে না গেলেও প্রেসিডেন্ট লুলা এখন ভিডিও লিংকের মাধ্যমে ব্রিকসের মিটিংয়ে অংশ নেবেন।

এতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট লুলার মাথার পেছনে আঘাত লেগেছে এবং চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করছেন।

ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, প্রেসিডেন্ট লুলা ব্রাসিলিয়া থেকে কার্যত শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এবং তার অন্যান্য কাজ চালিয়ে যাবেন। তবে তার দপ্তর তার চোটের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

এদিকে হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার মাথায় আঘাত পেয়ে আহত হওয়ার পর পাঁচটি সেলাই দিয়ে প্রেসিডেন্টকে বাড়িতে পাঠানো হয়েছে।

এরপর তিনি ফলোআপের জন্য রোববার সকালে ফের হাসপাতালে আসেন এবং পরে তাকে বাড়িতে পাঠানো হয় বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট