1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

মাঘের শেষে শীতে কাঁপছে পঞ্চগড়

আবহাওয়া রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাঘের শেষ সময়ে এসে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশা কম থাকলেও সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে শীত।

এতে বিপাকে পড়েছে জেলার নিম্ন আয়ের মানুষ। কনকনে ঠান্ডা অনুভূত হওয়ায় সকালে ব্যস্ততম সড়কগুলোতে মানুষের উপস্থিতি অনেকটাই কম লক্ষ্য করা গেছে।

এদিকে গত কয়েকদিনে এ জেলার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির ঘরে ওঠানামা করলেও শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, রাতে ও সকালে তাপমাত্রা কমে গেলেও বাড়ছে দিনের তাপমাত্রা। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, আবহাওয়ার এমন বিরূপ প্রভাবে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এতে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট