বায়ুদূষণে ঢাকার অবস্থান প্রায়ই শীর্ষে থাকলেও আজ অন্য শহরের চেয়ে অনেক বেশি দূষিত ঢাকার বাতাস। বেলা পৌনে ১১টার দিকে আইকিউএয়ারের (এয়ার কোয়ালিটি ইনডেক্স) বাতাসের মানসূচকে ঢাকার স্কোর আজ ৩৪৬। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ঘানার আক্রা। আক্রার স্কোর ১৯২।
বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।
আইকিউএয়ারের দেওয়া আজকের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৬০ গুণ বেশি।
একই সময়ে সবচেয়ে নির্মল বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো। এ শহরের স্কোর ১। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে কানাডার ভ্যানকুভার ও যুক্তরাষ্ট্রের আরেক শহর সল্ট লেক সিটি।
Leave a Reply