1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন

বরিশালের নতুন মেয়র খোকন সেরনিয়াবাত

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিজয়ী হ‌য়ে‌ছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

রিটা‌র্নিং অ‌ফিসার মো. হুমায়ুন কবীরের ঘো‌ষিত ফলাফল অনুযায়ী নৌকা প্রতী‌কের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত পে‌য়ে‌ছেন ৮৭ হাজার ৮০৮ ভোট।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পে‌য়ে‌ছেন ৩৩ হাজার ৮২৮ ভোট। তৃতীয় স্থা‌নে থাকা স্বতন্ত্র মেয়র প্রার্থী টেবিলঘড়ি প্রতীকের কামরুল আহসান রুপন পে‌য়ে‌ছেন ৭ হাজার ৯৯৯ ভোট। এছাড়া জাতীয় পার্টির লাঙল প্রতীকের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস ‌পে‌য়ে‌ছেন ৬ হাজার ৬৬৫ ভোট।
অপর‌দি‌কে জাকেরপার্টির গোলাপফুল প্রতীকের মেয়র প্রার্থী মো. মিজানুর রহমান বাচ্চু ‌পে‌য়ে‌ছেন ২ হাজার ৫৪৬ ভোট। এছাড়া হরিণ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আলী হোসেন হাওলাদার পে‌য়ে‌ছেন ২৩৮১ ভোট। হাতি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আসাদুজ্জামান পে‌য়ে‌ছেন ৫২৯ ভোট।

এর আগে সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে নগরের ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথে একযোগে ভোটগ্রহণ করা হয়।

প্রসঙ্গত, বরিশালে এবারের সিটি নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন। হিসেব অনুযায়ী পুরুষের চেয়ে ১ হাজার ৩২০ জন নারী ভোটার বেশি।

আর নির্বাচনে সাতজন মেয়র প্রার্থী, ৩০টি সাধারণ ওয়ার্ডে ১১৮ জন কাউন্সিলর প্রার্থী ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ১৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট