বিএনপি ঘোষিত তিন দিনের অবরোধ শেষে আজ আবার পুরোনো চেহারায় ফিরেছে গাবতলী বাস টার্মিনাল। কর্মীদের হাঁকডাক ও যাত্রীদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে পুরো প্রাঙ্গণ।
টানা তিন দিনের অবরোধে স্তিমিত হয়ে পড়েছিল গাবতলী এলাকা। দূরপাল্লার বাস না ছাড়ায় যাত্রীরাও পড়েছিলেন বিপাকে।
সোহাগ পরিবহনে মাগুরা যাবেন শাহাদাত হোসেইন। তিনি বলেন, দুইদিন ধরেই বাড়িতে যাওয়ার প্রয়োজন ছিল। গতকাল এসেও বাস পাইনি। অবরোধ কাটতেই আজ এলাম। টিকিট কেটেছি, আশা করছি ভালোভাবে পৌঁছাবো।
রয়েল এক্সপ্রেসের কর্মী মিন্টু বলেন, অবরোধের কারণে ট্রিপ বন্ধ ছিল। আজ অবরোধ শেষ, ট্রিপ আবার শুরু হয়েছে। যাত্রীও অনেক আসছেন।
এদিকে গাবতলী এলাকা জুড়ে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটে, সেজন্য পুলিশের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। কর্মরত এক ট্রাফিক পুলিশ বলেন, অবরোধ কাটলেও কিন্তু নাশকতার একটা শঙ্কা থেকে যায়। তাই আমরা লক্ষ্য রাখছি যেন সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকে।
রোববার থেকে ফের অবরোধ
বিএনপি এর আগে তিন দিনের যে অবরোধ ডেকেছিল সেটা শেষ হয়েছে বৃহস্পতিবার। এরপর শুক্রবার ও শনিবার বিরতি দিয়ে রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে দলটি।
গতকাল বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও এই কর্মসূচি পালন করবে বলে জানান তিনি।
Leave a Reply