রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় বেড়াতে আসা দুই বছরের এক শিশুর হাত ছিঁড়ে নিয়েছে হায়েনা। শিশুটিকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে মাংসাশী প্রাণীটি এ ঘটনা ঘটায় বলে পুলিশ জানিয়েছে।
সংবাদ পেয়ে শাহ আলী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে শাহ আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, একটি প্রাণির কামড়ে একটি শিশু আহত হওয়ার খবরে বর্তমানে আমরা চিড়িয়াখানায় অবস্থান করছি।
তিনি জানান, ঘটনাটি আজ (৮ জুন) দুপুরে ঘটে।
আহত শিশুটির নাম সাইফ হাসান (২)। ঘটনার সময় সে মায়ের কোলেই ছিল।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে- অসাবধানতাবশত হায়েনা রাখার কক্ষের নেটের বেড়ার ভেতরে শিশুটির হাত ঢুকে যায় এবং হায়েনা এসে কামড়ে শিশুটির কব্জি থেকে হাত ছিঁড়ে নিয়ে চলে যায়।
তাৎক্ষণিকভাবে আহত শিশুটিকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান ওসি আমিনুল ইসলাম।
পুলিশ কর্মকর্তা জানান, মা শিউলিসহ ছয় স্বজনের সঙ্গে বৃহস্পতিবার সকালে গাজীপুর থেকে চিড়িয়াখানায় বেড়াতে এসেছিল শিশুটি।
Leave a Reply