শুক্রবার রাতে শীতের মাত্রা বাড়ার কারণে বেড়েছে কুয়াশার ঘনত্ব। শনিবার (৭ ডিসেম্বর) ভোরে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে মাদারীপুরের জনপদ।
পদ্মা-আড়িয়াল খাঁ নদীর অববাহিকার মাদারীপুরে ভোর রাত থেকেই কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। কুয়াশার কারণে ভোরে সূর্যের দেখা মিলতে সময় লাগে। এদিকে কুয়াশার কারণে সড়ক-মহাসড়কে গাড়ি চলাচলে ধীরগতি দেখা গেছে। হেড লাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন।
জানা গেছে, গত কয়েকদিন ধরেই ভোর রাতের দিকে ঘন কুয়াশা পড়ছে। সকাল ৭/৮টা বেজে যাচ্ছে কুয়াশা কাটতে। এদিকে কুয়াশার কারণে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পরিবহন চলাচলে ধীরগতি রয়েছে। ভোরের দিকে যানবাহন চলাচলও বেশ সীমিত রয়েছে।
এছাড়াও স্বল্প দূরত্বের ছোট যানবাহনও কুয়াশা থাকায় ভোরের দিকে চলাচল কমে গেছে বলে জানা গেছে। কুয়াশার কারণে গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চর গোলচত্বরে কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিবহন চালকেরা জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে ভোরে গাড়ি চালাতে খুবই সতর্কতা মেনে চলতে হয়। সামান্য দূরত্বেও কিছু দেখা যায় না। হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে সড়কে চলতে হয়।
মো. রুবেল নামে এক ট্রাক চালক বলেন, ভোরে যানবাহন কম এখন সড়কে। আমরা হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছি। গত কয়েকদিন ধরেই বেশ কুয়াশা পড়ছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, ভোরে মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা কম এখন। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে গতি কমিয়ে যানবাহন চলাচল করছে। হাইওয়ে পুলিশ মহাসড়কে দায়িত্ব পালন করছে।
Leave a Reply