1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া বন্ধ

স্বাস্থ্য ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৫৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

করোনা ভাইরাস প্রতিরোধে আপাতত করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া বন্ধ হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর এক সংবাদ বিবৃতিতে এ কথা জানান।

আহমেদুল কবীর জানান, করোনার জন্য আমাদের গুরুত্ব দেওয়া করোনা ভাইরাসের প্রথম ও দ্বিতীয় ডোজের প্রায় ৯৬ শতাংশ টিকা দেওয়া হয়েছে। আমরা প্রায় ১৫ কোটি প্রথম ডোজ, ১৪ কোটি ২য়, তৃতীয় বা বুস্টার ডোজ প্রায় সাত কোটি, চতুর্থ বা দ্বিতীয় বুস্টার ডোজ দিয়েছি ৩১ লাখ ৪৮ হাজার ৯৮৮টি।

তিনি জানান, আমরা কোভ্যাক্সের কাছে বুস্টারের টিকার জন্য আবেদন করেছি। এ মুহূর্তে আমাদের কাছে থাকা বুস্টারের মজুদ শেষ।

একারণে চতুর্থ ডোজ আপাতত কিছু দিন বন্ধ থাকবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, টিকা শেষ হওয়ার আগে আমরা টিকার চাহিদা দিয়েছি। ওরা এ টিকা বিনামূল্যে দেয় তাই যখন কোভ্যাক্স দেবে তখনই টিকা পাবো। প্রক্রিয়াগত কারণে টিকা পেতে কিছুটা দেরি হচ্ছে। দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই বুস্টার ডোজের টিকাগুলো আমাদের কাছে আসবে আশা করছি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট