সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই সমালোচনা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিয়ে। এর কেন্দ্রবিন্দুতে থাকেন সভাপতি নাজমুল হাসান পাপন।
তার বিভিন্ন সিদ্ধান্ত ও বক্তব্য নিয়ে সমালোচনা নিয়মিত ঘটনা। এসব অজানা নয় বিসিবি প্রধানের।
এক দশকের বেশি সময় ধরে বিসিবির দায়িত্বে আছেন পাপন। এই দীর্ঘ সময়ে অনেক সমালোচনা হয়েছে তাকে নিয়ে। কিন্তু তিনি বলছেন, এসব নিয়ে কখনোই তেমন ভাবেন না। অবশ্য কখনো কখনো নিজেকে সংশোধনের জন্য এসব কাজে আসে বলে জানান তিনি। বুধবার মিরপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিসিবি সভাপতি।
তিনি বলেন, ‘দেখেন, আমি একটা কথা বলি। আমাকে নিয়ে যত আলোচনা হয়, খারাপই বেশি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বা যেটাই হয়, আমি কখনো রিয়্যাক্ট করি না। আমি একটা জিনিস মনে করি, আমার একটা পরিকল্পনা থাকতে হবে, ওই অনুযায়ী এগিয়ে যেতে হবে। এটা অনেকের ভালো লাগবে, অনেকের লাগবে না। এটা যে একেবারে সবসময় ঠিক হবে, এমনও কোনো কথা নাই। আমার ভুলও হতে পারে। ’
‘এসব শুনলে একটা জিনিস হয় কী আমাদের একটা সতর্কতা আসে। যে যা বলছে এটা দেখি। যদি দেখি যে না এটা ঠিক না, তাহলে মাথা ঘামানোর কোনো কারণই দেখি না। আর যদি ঠিক হয় তাহলে আমাদের সংশোধনের একটা সুযোগ আছে। অনেককিছু আছে আমাদের ভালো না-ও লাগতে পারে, কিন্তু সবই যে একেবারে খুব খারাপ কিছু বলছে; তা না। কিছু জিনিস আমাদের সংশোধনে সাহায্য করে। এগুলো নিয়ে চিন্তা করার প্রশ্নই আসে না। ’
কয়েকদিন আগে সাংবাদিকদের জন্য লিগ্যাল নোটিশ পাঠান বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। বিসিবিরও কি এমন করার ইচ্ছে আছে? পাপন বলছেন, প্রশ্নই আসে না তেমন কিছুর। বরং সাংবাদিকদের ক্রিকেটের উন্নতির বড় অংশীদার মনে করছেন তিনি।
পাপন বলেন, ‘মামলা করা বা লিগ্যাল নোটিশ দেওয়া এগুলোর তো প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেটের একটা বড় অংশীদার হচ্ছে মিডিয়া। এটা সবসময় বলে আসছি। বাংলাদেশে ক্রিকেটের আজকে যে অবস্থান, এটার পেছনে মিডিয়ার বড় অবদান আছে। এজন্য এরকম কোনো চিন্তার প্রশ্নই আসে না। ’
Leave a Reply