1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পেছাল দেশজুড়ে বৃষ্টিপাত থাকবে আরো পাঁচ দিন- আবহাওয়া অধিদপ্তর ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ৮ বাংলাদেশি নিহত গাজা যুদ্ধ বন্ধে মিসরে ফিলিস্তিনি গোষ্ঠী ও ইসরায়েলের আলোচনা শুরু রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস উত্তরায় সাংবাদিক পেটানো সেই আকাশ দুই সহযোগীসহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১৮ অঞ্চলে ঝড়ের আভাস ফাঁকা ঢাকায় চলাচলে স্বস্তি, নেই চিরচেনা যানজট  মব আতঙ্কে চরম নিরাপত্তাহীনতায় রাজধানীর উত্তরাবাসী, সমন্বয়ক কর্তৃক সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত অন্তত ১০

আনন্দের রাতে বিদায়ের বেদনা তামিমের

স্পোর্টস রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

একদিকে ফরচুন বরিশালকে টানা দ্বিতীয়বার বিপিএলের শিরোপা জিতিয়ে আনন্দে মেতে উঠেছেন তামিম ইকবাল। আবার একই রাতে পেয়েছেন বিদায়ী সংবর্ধনাও।

যেখানে তাকে ছুঁয়ে গেছে বিদায়ের বেদনা।

আজ মিরপুরে চিটাগাং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল। আগেরবারের মতো এবারও দলটির নেতৃত্বে ছিলেন তামিম। আজ দলের জয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছেন তিনি। খেলেছেন ২৯ বলে ৫৪ রানের দারুণ এক ইনিংস।

বিপিএলের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন তামিম । আজ ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দেশসেরা ওপেনারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দিয়েছে। যদিও দেশের ক্রিকেট ইতিহাসের কিংবদন্তির বিদায়ী মঞ্চ আগেই প্রস্তুত করে রেখেছিল বিসিবি। আজ মঞ্চে তামিমের হাতে স্মারক জার্সি ও ক্রেস্ট তুলে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেরে বাংলা স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে তামিমকে নিয়ে তৈরি বিশেষ ভিডিও দেখানো হয়। যেখানে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের নানা বিষয় তুলে ধরা হয়। তার প্রতি শ্রদ্ধা জানান জাতীয় দলের তরুণ ক্রিকেটার জাকের আলী, জাকির  হাসান, তানজিম হাসান ও ইয়াসির আলী রাব্বি। তামিমকে নিয়ে স্মৃতিচারণ করেন তার সাবেক সতীর্থ মোহাম্মদ আশরাফুল।

তামিমের সঙ্গে মঞ্চে হাজির হন তার স্ত্রী-সন্তানরাও। অনুষ্ঠানের এক পর্যায়ে মঞ্চে উঠেন জাতীয় দল ও ফরচুন বরিশালে তামিমের দুই সতীর্থ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তামিমকে ক্যারিশম্যাটিক আখ্যা দেন রিয়াদ এবং মুশফিক জানান, তামিমই বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটার।

নিজের বক্তব্যে ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে জানা-অজানা অনেক কথাই বলেন তামিম। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জেতা বাংলাদেশ দলের উদযাপন দেখেই যে ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুনেছিলেন, সেকথা আরও একবার বর্ণনা করেন তিনি। কৃতজ্ঞতা প্রকাশ করেন চাচা আকরাম খানের প্রতি।

এরপর তামিম বলেন, ‘তামিবিয়ান, সাকিবিয়ান বা মাশরাফিয়ান বলে কিছু নেই। সবাই বাংলাদেশের সমর্থক। এসব আসলে দেশের ক্রিকেটকেই ধ্বংস করে দিয়েছে। দয়া করে এসব বন্ধ করুন। যে কেউ যে কারও সমর্থক হতে পারি, কিন্তু আমরা সবাই বাংলাদেশি। আমার এটাই শেষ বার্তা। ‘

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট