1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন

আজ রাবিতে ঢাবির ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব বিধিনিষেধ

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৩৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ (০৬ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১১ টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বিধিনিষেধ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিধিনিষেধ দেওয়া হয়। বিধিনিষেধসমূহ হলো-সকাল সাড়ে ৯টার পর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো ধরণের যানবাহন প্রবেশ করতে পারবে না। শিক্ষার্থীদের প্রয়োজনে আগত যানবাহনসমূহ বিশ্ববিদ্যালয়ের কাজলা ও বিনোদপুর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে এবং মেইনগেট দিয়ে বের হয়ে যাবে।

প্রয়োজনে যানবাহন রাখার জন্য সাবাশ বাংলাদেশ মাঠ ব্যবহার করা যাবে। তবে সেটি অবশ্যই সকাল সাড়ে ৯টার মধ্যে হতে হবে। পরীক্ষার জন্য নির্ধারিত একাডেমিক ভবনসমূহের সংযোগকারী ছোট সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না।ক্যাম্পাসের কোনো সড়কে ও তার আশেপাশে যানবাহন রাখা যাবে না।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট