1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
সোমবার, ২০ মে ২০২৪, ০১:০৪ অপরাহ্ন

আওয়ামী লীগ ও যুবলীগ নেতার বিরোধে ঝরল দুই প্রাণ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

হবিগঞ্জের বাহুবল উপজেলায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতার বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টায় উপজেলার চেরাগ আলী ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বাহুবল উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কামারগাঁও গ্রামের বাসিন্দা ইউসুফ আলী (৪৫) এবং একই গ্রামের উস্তার মিয়া (৩৫)।

রাত সাড়ে ১২টায় অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মকসুদ আলীর সঙ্গে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলীর পূর্ব বিরোধ ছিল। এ নিয়ে শনিবার সন্ধ্যায় দুই পক্ষের লোকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এরপর রাত ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উভয় পক্ষের লোকজন হামলা-পাল্টা হামলায় জড়িয়ে পড়েন। এতে যুবলীগ নেতা ইউসুফ আলী, আওয়ামী লীগ নেতা মকসুদ আলী ও তার পক্ষের উস্তার মিয়াসহ বেশ কয়েকজন আহত হন।

আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক ইউসুফ আলী ও উস্তারকে মৃত ঘোষণা করেন। মকসুদ আলীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কী নিয়ে বিরোধ ছিল, বিষয়টি স্পষ্ট নয়।

এদিকে, রাত ১২টায় দুজন নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সংঘর্ষকারীরা কয়েকটি স্থাপনায় আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নবীগঞ্জ বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল খায়ের জানান, রাত ১টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ এবং যান চলাচল স্বাভাবিক করার জন্য কাজ চলছে।

এদিকে, আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানেও দুই পক্ষের লোকজনের মধ্যে মারামারি হয়। পরে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যান।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট