1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

সায়েন্সল্যাবে বাড়ছে আন্দোলনকারীর সংখ্যা, কোথাও নেই পুলিশ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা কর্মসূচির সমর্থনে সায়েন্সল্যাব মোড়ে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে আন্দোলনকারীর সংখ্যা। প্রায় ৩ ঘণ্টায় দেড় হাজারের বেশি আন্দোলনকারী এখানে উপস্থিত হয়েছেন। তবে অন্যান্য সময় এই এলাকাজুড়ে পুলিশের ব্যাপক উপস্থিতি থাকলেও আজ দেখা গেছে ভিন্ন অবস্থা। সায়েন্সল্যাব মোড় ছাড়াও আশপাশের কোথাও পুলিশের উপস্থিতি দেখা যায়নি।

আন্দোলনকারীদের সড়কে অবস্থানের বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। শিক্ষার্থীদের প্রতি আমরা সহনশীল আচরণ করবো।

এদিকে, আন্দোলনকারীদের ওপর গুলি করার ক্ষেত্রে বাংলাদেশের পুলিশ প্রবিধান (পিআরবি) আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। আইনজীবীরা বলেছেন, পিআরবিতে বলা আছে, গুলি করার আগে পুলিশকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। জীবন রক্ষার্থে সর্বশেষ ধাপ হিসেবে পুলিশ গুলি করতে পারবেন। তবে নির্বিচারে গুলি করা যাবে না।

একদফা দাবিতে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার দিবাগত মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি জানান, এদিন বেলা ১১টায় রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট