1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন

রাজশাহী মহানগর আ.লীগ নেতা ডাবলু নওগাঁয় গ্রেপ্তার

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হামলা ও হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর সদস্যরা।

শুক্রবার (৪ অক্টোবর) নওগাঁ সদর থানাধীন দক্ষিণপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হামলা ও হত্যা মামলায় ডাবলু সরকার এতদিন পলাতক ছিলেন।

র‌্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীর গণমাধ্যমকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৪ অক্টোবর) রাতে নওগাঁ থেকে ডাবলুকে গ্রেপ্তার করা হয়। ডাবলুর নামে গত ০৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুথানে  নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

আপাতত শুক্রবার রাতে তাকে নওগাঁ অথবা জয়পুরহাটের র‌্যাব ক্যাম্পে রাখা হবে। সেখানে যদি তার নামে কোনো মামলা থাকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হবে। আর মামলা না থাকলে রাজশাহীর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট