1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন

মগবাজারে হোটেল থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৩৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর মগবাজারে সিটি স্টার নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে জাকির হোসেন আজাদী (৪৩) নামের এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় হোটেল কক্ষে কর্পোরেট সংবাদ নামে একটি সংবাদপত্রের আইডি কার্ড পাওয়া যায়।

রোববার (১৫ অক্টোবর) দুপুরের দিকে হোটেলের পাঁচ তলার ৫১৫ নম্বর কক্ষের বাথরুমের ফ্লোরে পড়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত জাকির হোসেন আজাদী একসময় দৈনিক ইত্তেফাক পত্রিকায় সাব-এডিটর হিসেবে কর্মরত ছিলেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ওসি শাহ মোহাম্মদ আওলাদ হোসেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে তিনি (জাকির হোসেন আজাদী) হার্ট অ্যাটাক বা অন্য কোনো কারণে মারা যেতে পারেন। তবে আত্মহত্যার চিহ্ন পাওয়া যায়নি। আমরা মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, তিনি দীর্ঘদিন থেকে ওই হোটেলে থাকতেন। সাংবাদিক পরিচয়েই তিনি হোটেলে অবস্থান করতেন। হোটেলের বিলও নিয়মিত পরিশোধ করতেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট