1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন

বেসরকারি ব্যবস্থাপনায়ও হজের খরচ বাড়ল দেড় লাখ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ পড়বে প্রায় পৌনে ৭ লাখ টাকা, যা গত বছরের চেয়ে প্রায় দেড় লাখ টাকা বেশি।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে হোটেল ভিক্টোরিতে সংবাদ সম্মেলন করে ‘হজ প্যাকেজ’ ঘোষণা করেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে’র (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

সংবাদ সম্মেলনে হাব সভাপতি জানান, এবছর হাবের সদস্য এজেন্সির ব্যবস্থাপনায় হজে যেতে মাথাপিছু খরচ পড়বে সর্বনিম্ন ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। তবে এই প্যাকেজের মধ্যে কোরবানির খরচ ধরা হয়নি। কোরবানি বাবদ অর্থ প্রত্যেক হজযাত্রীকে আলাদাভাবে সঙ্গে নিতে হবে।

গতবছর বেসরকারিভাবে হজের খরচ পড়েছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা। সেই হিসাবে এ বছর খরচ বাড়ছে প্রায় দেড় লাখ টাকা।

হাবের এই হজ প্যাকেজে বিমান ভাড়া ধরা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া ২ লাখ ৪ হাজার ৪৪৪ টাকা। পরিবহন ভাড়া ৩৫ হাজার ১৬২ টাকা। খাবারের খরচ ধরা হয়েছে ৩৫ হাজার টাকা। এছাড়া ‘সার্ভিস চার্জ’ দিতে হবে এক লাখ ৬০ হাজার ৬৩০ টাকা।

৬ ফেব্রুয়ারি বেসরকারি হজ যাত্রীদের নিবন্ধন শুরু হবে বলে জানান হাব সভাপতি। তিনি বলেন, ‘হজযাত্রীদেরকে নিজ উদ্যোগে পাসপোর্ট সংগ্রহ করতে হবে। পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ২০২৩ সালের ২৭ ডিসেম্বর পর্যন্ত।’

এর আগে বুধবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় সরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হয়। সরকারিভাবে চলতি মৌসুমে হজের খরচ পড়বে ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা। এবার সরকারি হজ প্যাকেজ একটি।

এর আগের বছর সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ছিল দুটি। এর মধ্যে প্যাকেজ-১ এর খরচ ছিল ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা আর প্যাকেজ-২ এ খরচ ছিল ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। সৌদি সরকারের সঙ্গে করা হজ চুক্তি অনুযায়ী এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে সৌদি আরবে যাওয়ার সুযোগ পাবেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট