1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

বিসিবি ছাড়ার সময় হয়েছে : পাপন

স্পোর্টস রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়ে অনেক কিছুই পরিবর্তন করেছেন নাজমুল হাসান পাপন। ক্রিকেটার থেকে শুরু করে বোর্ডের অধীনে সবকিছুর তদারকি তিনি খুব ভালোভাবেই করে আসছেন। ক্রিকেটাকে মন থেকেই ভালোবেসেছেন এই বিসিবি প্রধান। বিসিবির দায়িত্ব ছাড়াও পাপন দেশের একজন সংসদ সদস্য, এটাও সবার জানা। ক্রিকেটের সঙ্গে এবার দীর্ঘ এই জুটি ভাঙার ইঙ্গিত দিয়েছেন পাপন।

বিসিবি প্রধান এছাড়া আরও অনেক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। তবে কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকায় তার সব সময়ই চলে যাচ্ছে। ফলে পরিবারকেও যথেষ্ট সময় দিতে পারছেন না তিনি। আজ (১৭ জুন) গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেছেন, ‘আমি ফার্মাসিউটিকালের সঙ্গে জড়িত। এর বাইরে রাজনীতি আছে, যেটা আমার পারিবারিক ঐতিহ্য। আমার বাবা করতেন, আপনারা সবাই জানেন। আমিও করছি এবং করবো। এর বাইরেও আরও অন্তত ২০টা জায়গা আছে যেখানে আমাকে সময় দিতে হয়।’

আবারও আগের কথার পুনরাবৃত্তি করে তিনি বলেন, ‘ক্রিকেট আমার সবটুকু সময় নিয়ে নিচ্ছে। আজকেও আমার খুব জরুরি একটা মিটিং ছিল। কত জরুরি, সেটা বলে বোঝাতে পারব না। কিন্তু আমি জানিয়েছি খেলার মধ্যে আমি কোনোভাবেই মিটিংয়ে থাকতে পারব না। খেলা বাদ দিয়ে আমার পক্ষে মিটিংয়ে থাকা সম্ভব না।’

এ সময় বিসিবির দায়িত্ব ছাড়ার আভাসও রাখলেন পাপন, ‘ক্রিকেট আমার সবসময় নিয়ে নিচ্ছে। আমি মনে করি এখন আমার সরে যাওয়ার সময় হয়েছে এখান থেকে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমার যাওয়া দরকার। অন্য যেসব জায়গায় সময় দিতে পারছি না, সেটাও আমার দায়িত্ব। ক্রিকেটকে তো সময় দিলামই।’

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট