1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

বাংলাদেশি কর্মীদের বুধবার থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকায় নিযুক্ত সৌ‌দি আর‌বের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, বাংলা‌দে‌শি কর্মী‌দের আজ বুধবার (১৪ আগস্ট) থে‌কে পুনরায়‌ ভিসা দেওয়া শুরু ক‌রে‌ছে সৌ‌দি আরব দূতাবাস।

বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা তৌহিদ হোসেনের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রেন সৌদি রাষ্ট্রদূত।

সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের সৌদি রাষ্ট্রদূত ব‌লেন, আজ‌কে আমরা পুনরায় ভিসা দেওয়া শুরু ক‌রে‌ছি। সৌ‌দি দূতাবাস এখন সব ধর‌নের সেবা দেওয়া শুরু ক‌রে‌ছে। প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক থাকাকা‌লে প্রতি‌দিন গ‌ড়ে ৫ হাজার ভিসা ইস্যু করা হ‌ত।

পররাষ্ট্র উপ‌দেষ্টার স‌ঙ্গে আলোচনার বিষ‌য়ে জানতে চাইলে রাষ্ট্রদূত ব‌লেন, বাংলা‌দেশ ও সৌ‌দির ম‌ধ্যে ঐ‌তিহা‌সিক সম্পর্ক র‌য়ে‌ছে। আমরা অর্থ‌নৈ‌তিক ইস্যু, ভিসা ইস্যুসহ বি‌ভিন্ন বিষ‌য়ে আলাপ ক‌রে‌ছি। আমরা আশা কর‌ছি, দ্রুতই বাংলা‌দে‌শে স্থি‌তিশীলতা ও শা‌ন্তি ফি‌রে আস‌বে। বাংলা‌দেশ স্থি‌তিশীলতা উপ‌ভোগ কর‌বে।

বর্তমা‌নে ভার‌তে অবস্থানরত বাংলা‌দে‌শের সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সৌ‌দি‌তে আশ্রয় চেয়ে‌ছেন ব‌লে খবর প্রকাশ হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে রাষ্ট্রদূ‌তের দৃ‌ষ্টি আকর্ষণ করা হ‌লে তি‌নি ব‌লেন, এ রকম কিছু আমি শু‌নিনি।

উল্লেখ্য, বুধবার পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা, ব্রিটিশ হাইক‌মিশনার সারাহ কুক, সৌ‌দি আর‌বের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান সৌজন্য সাক্ষাৎ করেন।

এর আগে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃ‌ত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন ক‌রা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন এম তৌহিদ হোসেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট