1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

চাকরিতে যোগ দিলেন কণ্ঠশিল্পী আসিফ

বিনোদন ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৪৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাকরীতে যোগ দিয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। এটি তার জীবনের প্রথম চাকরি।

এর আগে সংগীত নিয়েই ছিল তার যত ব্যস্ততা। গানের ভুবনে ডুবে থাকায় চাকরিটা আর করা হয়ে ওঠেনি।

এবার ৫০টি বসন্ত পেরিয়ে এসে ক্যারিয়ারের নতুন এক অধ্যায়ের অভিজ্ঞতা নিতে যাচ্ছেন।

বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই নন্দিত কণ্ঠশিল্পী।

নিজের চাকরিতে যোগদানের বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নিজের ভেরিফায়েড ফেসবুকে রোববার (০৫ মার্চ) সকালে একটি পোস্ট দিয়েছেন আসিফ।

‘ও প্রিয়া তুমি কোথায়’খ্যাত শিল্পী লিখেছেন, ‘মার্চের এক তারিখ থেকেই আমার চাকরিজীবন শুরু হয়েছে। জীবনে প্রথম কোনো চাকরিতে যোগদান করলাম। আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করতে যাচ্ছি। চাকরির অফার এবং ধরন- দুটোই আমার পছন্দ হয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে আরও একটি নতুন পালক যুক্ত হলো। আমি বেশ আনন্দ নিয়েই কাজে যোগদান করেছি। এই চাকরির মাধ্যমে দেশের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করার সুযোগ আমার আছে। ’

নতুন চাকরির জন্য সবার কাছে দোয়া চেয়ে এ কণ্ঠশিল্পী লেখেন, ‘আমার জন্য দোয়া করবেন সব সময়ের মতো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভালোবাসা অবিরাম। ’

আসিফ জানিয়েছেন, ভার্সাটিলো গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের ‘হ্যালো সুপারস্টারস’ (অ্যাপ) বাংলাদেশের প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট