1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন

এয়ারবাস থেকে ২টি কার্গো প্লেন কিনবে বিমান

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৪৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশ্বের অন্যতম এয়ারক্রাফট তৈরির প্রতিষ্ঠান এয়ারবাস থেকে দুইটি কার্গো বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বিমান। মঙ্গলবার (২ মে) বিমানের সর্বশেষ পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

বুধবার (৩ মে) বিমানের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানের সূত্র জানায়, বিমানের পরিচালনা পর্ষদের সভায় দুইটি এয়ারবাস এ৩৫০-এফ মডেলের কার্গো বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশে ১৪টি এয়ারলাইন্স প্রতিষ্ঠান কার্গো ফ্লাইট পরিচালনা করে এ ব্যবসা করছে। তাই সেই বাজারে ঢুকতে বিমান এমন সিদ্ধান্ত নিয়েছে।

সভায় আলোচনা করা হয় যে, এয়ারবাসের পক্ষ থেকে বিমানকে দুইটি এ৩৫০-এফ মডেলের কার্গো বিমান কেনার প্রস্তাব দেওয়া হয়। তারা প্রতিটি এয়ারক্রাফটের জন্য ২০ কোটি মার্কিন ডলার করে চেয়েছে। তবে এ দাম চূড়ান্ত হয়নি, দুইটি কার্গো কেনার আগে দর কষাকষি করা হবে।

এয়ারবাসের এ৩৫০-এফ কার্গো বিমানটি ১০৯ টন ভার বহনে সক্ষম।

পর্ষদ সভা ও বোয়িং কেনার বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি বিমানের এমডি শফিউল আজিমকে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে ২১টি বিমান রয়েছে। তবে কোনো কার্গো বিমান নেই। পৃথিবীজুড়ে এয়ার কার্গোর চাহিদা বৃদ্ধি পাওয়ায় তারা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট