1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৮:৩৭ অপরাহ্ন

এবার ‘কোরবানি-কোরবানি’ গান নিয়ে হাজির শাকিব

বিনোদন রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বয়স্ক মানুষের লুকে হাজির হয়ে ভক্তদের চমকে দেওয়ার পর এবার ‘প্রিয়তমা’ সিনেমার প্রথম গান প্রকাশ করলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। 

‘কোরবানি-কোরবানি’ শিরোনামের এই গানে ফের দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। গতকাল শনিবার সন্ধ্যায় গানটি প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে কোরবানির আবহ তুলে ধরা হয়েছে। সেইসঙ্গে ত্যাগের মহিমায় উজ্জ্বল হতে বলা হয়েছে।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে গানটি প্রকাশের পর থেকেই ভক্তদের প্রশংসা ও ভালোবাসায় ভাসছেন শাকিব খান। সকলেরই মন্তব্য, ঈদের আনন্দ বাড়িয়ে দিবে শাকিবের এই সিনেমা ও গান।

এখন পর্যন্ত ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের তিনটি লুক প্রকাশ পেয়েছে। তিনটি লুকই ভক্ত-দর্শকেরা ব্যাপকভাবে গ্রহণ করেছে। সবশেষ মঙ্গলবার বিকেলে প্রকাশ পায় শাকিবের তৃতীয় লুক। এতে অশীতিপর এক বৃদ্ধের বেশে ধরা দেন তিনি। মুহূর্তেই ছবিটি নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রশংসায় পঞ্চমুখ হন সাধারণ দর্শক থেকে ইন্ডাস্ট্রির তারকারাও।

ছবিতে দেখা যায়, সাদা পাকা লম্বা চুল। সাদা পায়জামা পাঞ্জাবি পরে বসে আছেন এক বৃদ্ধ। মুখ ও হাতের চামড়ার ভাঁজে প্রকাশ পাচ্ছে বয়সের ছাপ। জীবন সায়াহ্নে এসে অপলক দৃষ্টিতে তাকিয়ে কী যেন খুঁজছেন। ক্যাপশনে লেখা, ‘আছি তোমারই অপেক্ষায়…।’

প্রসঙ্গত, রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। ছবিটিতে আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট