1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন

অসু্স্থ-বেকার সাংবাদিকদের পাশে দাঁড়াল কেজিএফডি

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকায় কৃষ্টিয়ার অসুস্থ ও বেকার সাংবাদিকদের জন্য সহায়তা সংগ্রহ ও ইফতার মহফিল করেছে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা (কেজেএফডি)।

শনিবার (৮ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচা রেস্টুরেন্ট সংগঠনটি এ আয়োজন করে।

কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি রেজোয়ানুল হকের সভাপতিত্বে ইফতার মাহফিল হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দন কুমারখালী উপজেলা সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি ও কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সাবেক সভাপতি শেখ রবিউল হক, কুষ্টিয়া জেলা সমিতির সাবেক সভাপতি আব্দুর রউফ, খুলনা বিভাগীয় সাংবাদিক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম, দৌলতপুর সোসাইটি ঢাকার সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব খান আনসার আলী ও খোকসা উপজেলা কল্যাণ সমিতির মহাসচিব মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইয়ুব আনসারী। মোনাজাত পরিচালনা করেন মুন্সি তরিকুল ইসলাম।

ইফতার মহফিলে উপস্থিত সদস্যদের কাছে থেকে অসুস্থ সাংবাদিকদের জন্য সহায়তা সংগ্রহ ও বিতরণে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় বেকার ও অসুস্থ সাংবাদিকের কোনো নাম বা ছবি প্রকাশ করা হয়নি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট