আজ মঙ্গলবার (২৮ মার্চ ) দুপুর তিনটায় রাজশাহী সাহেব বাজার আরডিএ মার্কেটের দোতলায় খন্দকার ভ্যারাইটি স্টোরের গোডাউনে হঠাৎ করে আগুন ধরে যায়। এতে কেউ হতাহত না হলেও খন্দকার ভ্যারাইটি স্টোরের গোডাউনের কিছু মালামাল পুড়ে যায়। তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রনে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় আরডিএ মার্কেট।
ঘটনার বিবরণে জানা যায়, ওয়েল্ডিং মেশিনের ফুলকি থেকে উক্ত আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার সময় গোডাউন টি তালাবদ্ধ অবস্থায় ছিলো। পাশের অরণ্যা টেইলার্সের এক কর্মচারী আগুনে মালামাল পোড়ার গন্ধ পেয়ে খন্দকার স্টোর কর্তৃপক্ষকে তাৎক্ষণিক খবর দিলে তারা গোডাউন খুলে আগুন নেভাতে সক্ষম হয়। ওই গোডাউনের পাশেই একটি প্লাস্টিক সরঞ্জামের দোকান রয়েছে। তাদের দোকানের মালামালেরও বস্তায় ভর্তি করে যত্রতত্র ছিটিয়ে ছিল। এমতাবস্থায় সেখানে আগুন লেগে গেলে তা অতিদ্রুত বিস্তার লাভ করতো এবং আরডিএ মার্কেটের অনেক দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিলো। তবে আগুন প্রথমেই নিয়ন্ত্রনে নেওয়ায় অল্পের জন্য আগুনের হাত থেকে রক্ষা পেল রাজশাহী আরডিএ মার্কেট।
Leave a Reply